ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেফতার ৪ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়েল ফুডের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. অলি উল্লাহ, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত।  

থানা সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়।

এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা নামে একজন তাঁর ওপর হামলা চালায়। এতে আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।