ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'দেশের অধিকাংশ মানুষ সুন্দরবন দিবস সম্পর্কে জানে না'

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
'দেশের অধিকাংশ মানুষ সুন্দরবন দিবস সম্পর্কে জানে না' ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আমাদের দেশের অধিকাংশ মানুষই সুন্দরবন দিবস সম্পর্কে জানে না। আজকে এ দিনটা উদযাপন করার মূল উদ্দেশ্য হলো সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুন্দরবন দিবস উদযাপনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শরীফ মহিউদ্দিন এসব কথা বলেন।

‘সুন্দরবন বাঁচান, বাংলাদেশ হাসুক’ প্রতিপাদ্যে সংগঠনটি সুন্দরবন দিবস উদযাপন করেছে।

বেলা ১২টায় একটি র‍্যালি বের করেন তারা। এ ছাড়া সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চবির বুদ্ধিজীবী চত্ত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।  

সংগঠনটির উপদেষ্টা উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন, সুন্দরবন হচ্ছে বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন যেটা কেউ চাইলেই সৃষ্টি করতে পারবে না। তাই সুন্দরবন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ ও সরকারের আরও সহযোগিতামূলক আচরণ করতে হবে।

শরীফ মহিউদ্দিন বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষই সুন্দরবন দিবস সম্পর্কে জানে না। আজ এ দিনটা উদযাপন করার মূল উদ্দেশ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করা। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে দিনটিকে জাতীয় সুন্দরবন দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে দেশব্যাপী উদযাপনে পদক্ষেপ নেওয়া হোক।

সমিতির অর্থ সম্পাদক সাঈদ হাসান বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবন তীরবর্তী অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারকে আরও সচেতন হতে হবে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বা এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশবিদদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই আমরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. কোরবান আলি ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার দে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।