ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ঝুপড়িতেই হলো অঙ্গনের বসন্ত উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
চবির ঝুপড়িতেই হলো অঙ্গনের বসন্ত উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র পূর্ণ হলো ৩২ বছর। ৩৩-এ পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের একটি ঝুপড়িতে ভিন্নধর্মী উৎসব করেছে সংগঠনটি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে করোনা পরিস্থিতি বিবেচনায় ছোটো পরিসরে এ আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

তিনি বলেন, সংস্কৃতি হচ্ছে সভ্যতার বাহন। সংস্কৃতি ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। অঙ্গন সেই সংস্কৃতির চর্চা করে আসছে দীর্ঘ ৩২ বছর ধরে। অঙ্গনের এ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সফলতা কামনা করি আমরা।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম, গোলাম কুদ্দুস লাভলু, আহসানুল কবির পলাশ, এসএএম জিয়াউর ইসলাম, আব্দুল ওয়াহেদ, বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক অধ্যাপক ড. শ্যামল রঞ্জন, অধ্যাপক ড. আনোয়ার সাঈদ সহ অঙ্গনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।