ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে দুই স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ফটিকছড়িতে দুই স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ধানবোঝাই গাড়ি চাপায় দুই ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ওই চালকের নাম মুহাম্মদ আলাউদ্দিন (৩০)। তার বাড়ি ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফটিকছড়ি থানার উপ পরিদর্শক ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির চালক আলাউদ্দিনকে গ্রেফতার করে সোমবার (১৪ ফেব্রুয়ারি)  আদালতে পাঠানো করা হয়েছে।

ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির পেলাগাজি দীঘি সংলগ্ন এলাকায় ধানবাহী চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহত হয়।

এ ঘটনায় হাইওয়ে থানার সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড এবং জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি থানায় চাঁদের গাড়ি চালককে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।