ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উচ্চ আদালতের নির্দেশে স্থগিত চেয়ারম্যানের শপথ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
উচ্চ আদালতের নির্দেশে স্থগিত চেয়ারম্যানের শপথ 

চট্টগ্রাম: উচ্চ আদালতের নির্দেশে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

 

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মুহাম্মদ কায়েছ। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য রাখার আদেশ দিয়েছেন।

আমরা আদালতের সেই আদেশের কপি হাতে পেয়েছি। যার কারণে উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়রম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নসহ ১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমআই/বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।