ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চৈতী ও সুশান্তের চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন বাবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
চৈতী ও সুশান্তের চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন বাবা ...

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরছর গ্রামের চৈতী ও সুশান্ত বড়ুয়া। তারা ভাই-বোন।

চৈতী বড়ুয়ার বয়স ৮ ও সুশান্ত বড়ুয়ার বয়স ৬। জন্মগতভাবেই ‘এইচবিইবি’ নামক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তারা।
প্রতি মাসেই তাদের শরীরে ৪ ব্যাগ করে রক্তের প্রয়োজন হয়। যার খরচ গরিব বাবা অমল বড়ূয়ার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।  

বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের শরীরে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। এর জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে অস্ত্রোপচার করা না গেলে চৈতী ও সুশান্তকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে পড়বে।

তাই তার বাবা অনন্যোপায় হয়ে সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে সন্তানদের বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সবার সাহায্যে নতুন জীবন ফিরে পেতে পারে চৈতী ও সুশান্ত বড়ুয়া। একই সঙ্গে নিঃস্ব একটি পরিবার ফিরে পাবে দুটি নতুন জীবনও। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর-০১৮৮২৮১২৯৩১, ০১৭৮৭৮৬২৩৮৩।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।