ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংঘর্ষের পর দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সংঘর্ষের পর দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ  ...

চট্টগ্রাম: দুইপক্ষের সংঘর্ষের জেরে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ছয় ও সাত নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান তিনি।  

ঘটনাস্থলে উপস্থিত নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বাংলানিউজকে  বলেন, খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচনী সরমঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।  

খাগরিয়ায় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৫২ এবং নারী ভোটার ৯ হাজার ৫৪৬ জন।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এমআই/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।