ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলায় সাইনবোর্ড না লেখায় ২০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
বাংলায় সাইনবোর্ড না লেখায় ২০ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের লালখান বাজার থেকে ওয়াসা পর্যন্ত সিডিএ অ্যাভিনিওর বিভিন্ন সাইনবোর্ড বাংলায় না লেখায় ১২ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে আগ্রাবাদের জাম্বুরী মাঠ সংলগ্ন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে লাকী প্লাজার মোড় পর্যন্ত সড়ক, ফুটপাত ও নালার ওপর থেকে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।  

অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

 

>> মাতৃভাষা দিবসের আগে সব সাইনবোর্ড বাংলা না হলে জরিমানা: রেজাউল 

>> ইংরেজি সাইনবোর্ডে কালি লাগাচ্ছে চসিক, জরিমানা ৫ হাজার

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।