ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকার আওতায় ২০০ পরিবহন শ্রমিক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
টিকার আওতায় ২০০ পরিবহন শ্রমিক ...

চট্টগ্রাম: ‘যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে হবে, নিতে হবে সরকারের দেওয়া টিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  

রোববার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সার্বিক সহযোগিতায় কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ বিনাখরচে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন। এটি তারই অংশ।

ওমিক্রন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই টিকার আওতায় আসতে হবে। যাত্রীদের নিরাপত্তায় শ্রমিকদের টিকাদান জরুরি। এর দ্বারা পরিবহনের চালক, শ্রমিকসহ যাত্রীরা নিরাপদে থাকবেন।
 
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো. আহাসউল্লা হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আন্তঃজিলা বাস মালিক নেতা মো.বশর, মো. ইউসুফ, সচিব মো. মানোয়ার হোসেন, মালিক ও আন্তঃজিলা বাস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমান শফি প্রমুখ।

এর আগে হাটহাজারী বাস স্টেশনের ৫০০ জন শ্রমিক টিকা পেয়েছেন। কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে ২০০ শ্রমিককে টিকা প্রদানের পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।