ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছর পর ইউপি নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
১০ বছর পর ইউপি নির্বাচন ...

চট্টগ্রাম: মামলা সংক্রান্ত জটিলতায় আটকে থাকা ইউনিয়ন পরিষদের নির্বাচন ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডীতে।

সোমবার (৩১ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে ৯টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা ও মক ভোটিং। সর্বশেষ ২০১১ সালের ৫ জুলাই ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, ২০১৬ সালে ইউপি নির্বাচনের একদিন আগে আদালতের নিষেধাজ্ঞায় জুঁইদণ্ডীতে ভোট গ্রহণ স্থগিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। গত বছরের ৯ নভেম্বর মামলা খারিজ করে নতুন তফসিলে নির্বাচনের রায় ঘোষণা করেন উচ্চ আদালত।

জুঁইদন্ডী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আবদু শুক্কুর জানান, মামলা সংক্রান্ত জটিলতার কারণে ১০ বছর পর জুঁইদন্ডী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮২৮ জন এবং নারী ভোটার ৬ হাজার ৩৪ জন। ৯টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়:  ১১১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।