ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ হাজার ১১৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ হাজার ১১৫ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (৩০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৯৪ জন মহানগর এলাকার ও ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১২৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৬ হাজার ৮৭৯ জন এবং উপজেলায় ৩২ হাজার ২৮৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ৭৩০ জন মহানগর এবং ৬২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।