ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যবিধি উপেক্ষা: জিইসি মোড়ের ৬ রেস্টুরেন্টকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
স্বাস্থ্যবিধি উপেক্ষা: জিইসি মোড়ের ৬ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রাম: করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি স্বাস্থ্যবিধি মেনে না চলা ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জিইসি মোড়ের ৬টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার (২৯ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

রেস্টুরেন্টগুলোর মধ্যে পিজা হাটকে ৩ হাজার, দি গামবিয়া ফুডকে ২ হাজার, জামান মেজবানি রেস্টুরেন্টকে ৩ হাজার, বাসমতী রেস্টুরেন্টকে ৩ হাজার, হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, লবিয়ত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।