ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই গাড়ি কাঠ জব্দ, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
দুই গাড়ি কাঠ জব্দ, জরিমানা  জব্দ করা কাঠ

চট্টগ্রাম: বাংলানিউজে সোমবার (২৪ জানুয়ারি) 'তিন ইউনিয়নে ৪০ করাত কল' শিরোনাম একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যাতে হাটহাজারী উপজেলা কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম সরকারি বনজ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনার কথা জানান।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) গভীর রাতে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মনিয়া পুকুর পাড়ের জনতা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঠ বোঝাই দুটি চাঁদের গাড়ি (জিপ) আটক করা করা হয়।

গাড়ি দুটিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা কাঠ নিয়মিত মামলার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, বনজ সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। যারা বনজ সম্পদের ক্ষতিসাধন করে ব্যবসা করতে চায় তাদের এ পেশা থেকে সরে আসতে আহ্বান জানাবো। অন্যথায় আইনের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।