ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইমাম গ্রুপের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ইমাম গ্রুপের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম: ইমাম গ্রুপের এমডি মোহাম্মদ আলীসহ ৫ জনের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

 

মামলার অপর আসামিরা হলেন- আব্দুল করিম, আলী ইমাম, মোসাম্মৎ বিলকিজ খাতুন ও জেবুনেচ্ছা আকতার।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার ৬১ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৩ টাকার ঋণ খেলাপি হওয়ায় মামলা করে ব্যাংক।

 অর্থঋণ মামলা নম্বর ২১/১২। আদালতে আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ইমাম গ্রুপের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।