ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাঘের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
মাঘের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: মাঘের মাঝামাঝিতে নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেড়েছে শীতের তীব্রতা।

এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।  

লঘুচাপের প্রভাবে আকাশ আরও একদিন মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

 

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আগামীকালও থাকতে পারে। এর প্রভাবে রাতের দিকে তাপমাত্র স্বাভাবিকের তুলনায় আরও ২-৩ ডিগ্রী কমতে পারে।  

আকাশে মেঘমালা কেটে গেলে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।  

এদিকে, নগরে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। সঙ্গে ছাতা না থাকায় অনেককেই কাকা ভেজা হয়ে গন্তব্যে ছুটতে হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।