চট্টগ্রাম: নগরে শাহীন এন্টার প্রাইজ নামে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে কর্ণফুলী থানার চর পাথর ঘাটা ১ নম্বর ওয়ার্ডে শাহ সুমিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসে বরাত দিয়ে কর্ণফুলি থানার উপ পরিদর্শক (এসআই) জাফর আহমদ বাংলানিউজকে জানান, আগুন লাগা প্রতিষ্ঠানটি মূলত একটি প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ভাষ্য মতে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআর/টিসি