চট্টগ্রাম: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আখতার।
তিনি বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে ক্লাস চললেও পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘোষণার পর গত ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস নেওয়া শুরু হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআর/এসি/টিসি