চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরিয়ম নগর এলাকার ফারুক শাহ এর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন কোদালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তলুকদার বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ইমরান। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৯, ২০২২
এমআর/এসি/টিসি