ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেড় লাখ শিক্ষার্থীর কলেজ ভর্তি আবেদন সম্পন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
চট্টগ্রামে দেড় লাখ শিক্ষার্থীর কলেজ ভর্তি আবেদন সম্পন্ন  ফাইল ছবি

চট্টগ্রাম: প্রথম পর্যায়ে ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থীর কলেজ ভর্তির অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। একাদশে ভর্তিতে অনলাইন আবেদন শুরু হয় গত ৮ জানুয়ারি।

১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন গ্রহণের কথা থাকলেও পরে এ সময়সীমা ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।  

প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবে ২২ ও ২৩ জানুয়ারি।

১৭ জানুয়ারি রাত ১২টায় প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রামের ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থী কলেজ ভর্তিতে অনলাইনে আবেদন সম্পন্ন করেছে।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বাংলানিউজকে বলেন, প্রথম পর্যায়ে ১ লাখ ৪৩ হাজার ৭১ শিক্ষার্থী কলেজ ভর্তিতে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। আবেদনে শিক্ষার্থীদের কলেজ পছন্দের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৭০টি। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২৯ জানুয়ারি প্রকাশ করা হবে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ২ মার্চ থেকে একাদশে ক্লাস শুরু হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ ভর্তিতে আবেদন করেছে। মোট ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।