ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শপথ নিলেন চট্টগ্রামের ৩ উপজেলার ৪০ ইউপি চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
শপথ নিলেন চট্টগ্রামের ৩ উপজেলার ৪০ ইউপি চেয়ারম্যান 

চট্টগ্রাম: তিন উপজেলার ৪০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। তাদেরকে শপথ বাক্য করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

 

শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।

এছাড়াও চেয়রাম্যানদের সঙ্গে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম ও নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান এম এহেছানুল হায়দার চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।