ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ইঞ্জিনচালিত নৌকা আটক, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
হালদায় ইঞ্জিনচালিত নৌকা আটক, জরিমানা  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  

জানা গেছে, নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু বোঝাই করছিল।

খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে  ইঞ্জিনচালিত নৌকা দুটি জব্দ করা হয়। এছাড়াও নৌকার মালিকদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোনও কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছেড়ে দেওয়া হয়।  

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকর যে কোনও বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।