ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬০ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬০ জন ...

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৩৫১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৪১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।