ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে এমপ্লয়িজ সোসাইটির নেতৃত্বে বোরহান-সিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
রেলওয়ে এমপ্লয়িজ সোসাইটির নেতৃত্বে বোরহান-সিরাজ ...

চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে৷ 

বুধবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু এবং বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া।

 

এতে চেয়ার প্রতীকে ২৯৭ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মো. বোরহান উদ্দিন ও দোয়াত-কলম প্রতীকে ৩৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। এ ছাড়াও গোলাপ ফুল প্রতীকে ২৩২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মো. লোকমান হোসেন।

নির্বাচনে মো. জাফর আলম ডাব প্রতীকে ৩০৬ ভোট, গাজী তাহের উদ্দিন মোমবাতি প্রতীকে ২৯০ ভোট, আমীর হোসেন লাটিম প্রতীকে ২৭০ ভোট, গাজী মো. জাকারিয়া পদ্মফুল প্রতীকে ২৬০ ভোট, মো. সেলিম আম প্রতীকে ২৩৯ ভোট, মো. ইউসুফ ঘোড়া প্রতীকে ১৯২ ভোট, চৌধুরী শরাফত করিম হরিণ প্রতীকে ১৮৫ ভোট, মো. মনিরুজ্জামান হাতি প্রতীকে ১৭১ ভোট, মো. হাবিবুর রহমান টেবিল প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।  

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোটরা আমার ওপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের বিশ্বাসের প্রতিদান দিতে চাই। হাউজিং সোসাইটিকে ঘিরে সদস্যদের সব আশা পূরণের সর্বোচ্চ চেষ্টা থাকবে৷ 

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সদস্য মো. জাফর আলম বাংলানিউজকে বলেন, আমি ভাবতেই পারিনি যে আমার সহকর্মীরা আমাকে এতো ভালোবাসেন। আমার পরিবারের সদস্যরা অসুস্থ থাকার কারণে তেমন প্রচারণাও চালাতে পারিনি তারপরেও হাউজিং সোসাইটির সম্মানিত ভোটারা আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি কাজের মধ্যে সেটির প্রতিফল দেব।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।