ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহর নাথপাড়ায় অগ্নিদুর্গতদের পাশে ফরিদ মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
হালিশহর নাথপাড়ায় অগ্নিদুর্গতদের পাশে ফরিদ মাহমুদ ...

চট্টগ্রাম: নগরের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের নাথপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন সমাজসেবক ফরিদ মাহমুদ।

সম্প্রতি তিনি চার পরিবারের পুড়ে যাওয়া বসতভিটা ঘুরে দেখেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

তিনি নগদ টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, বাবুল দাশ, আনিসুর রহমান মামুন, মনজুরুল আলম রিমু, ইয়াছিন ভুঁইয়া, জালাল আহমেদ, নৃপেন নাথ, বিজয় নাথ, মেম্বার বাবু দুলাল কান্তি নাথ, সুমন নাথ, সুভাষ নাথ, তপন নাথ, বিশ্বজিত ধর, সজল নাথ, কুশলব নাথ, লিটন দাশ, পিকলু নাথ, টুটুল নাথ, তরুণ নাথ, সনজিৎ নাথ, রাহুল নাথ, তুষার নাথ, রোপন নাথ, অসিত মজুমদার, প্রশান্ত নাথ, অজয় নন্দী, পলাশ ধর প্রমুখ।

ফরিদ মাহমুদ ক্ষতিগ্রস্ত চার পরিবারের ঘরবাড়ি পুনঃনির্মাণে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে তিনি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে নাথপাড়াবাসীর জন্য নির্মিত শ্রী শ্রী ভদ্রকালী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিচালনা পর্ষদের নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad