ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এক দিনে করোনায় আক্রান্ত ২০৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
চট্টগ্রামে এক দিনে করোনায় আক্রান্ত ২০৭ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৯ দশমিক  ০১ শতাংশ।

এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত  ১৮৭ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৪১০ জন।

এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ৯৫১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৫৯ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন নগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।