ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযান, ৩টি নৌকাসহ ৬ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
হালদায় অভিযান, ৩টি নৌকাসহ ৬ হাজার মিটার জাল জব্দ  হালদায় অভিযানে নেতৃত্ব দেন ইউএনও শাহিদুল আলম

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬ হাজার মিটার ভাসান জাল।

 

রোববার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, হালদা নদীর নয়াহাট থেকে হালদার মুখ পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার সরঞ্জাম ও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।

আটক নৌকা রামদাশহাট নৌপুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে।  

অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ ও আইডিএফের সদস্যরা। নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা রাশেদুল হাসান ও স্বেচ্ছাসেবী রোশনগির উপস্থিত ছিলেন।  

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, অভিযানে ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হবো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।