ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদালতের আদেশ বহাল

‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না- সেই আদেশ বহাল রেখেছেন আদালত।

রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।

এর আগে একই আদালত গত ১০ নভেম্বর পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল।  

গত ৭ নভেম্বর একই আদালতে নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত আদালত ভবন এলাকার নাম ‘কোর্ট হিল’ না ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন।

মামলায় পক্ষ করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমান। আদালত মামলাটির শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।

মামলার বাদী অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বাংলানিউজকে বলেন, কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ না লিখতে আদালতের নির্দেশ বহাল রয়েছে।  

বিবাদীগণ আদালতে জবাব দেয়নি, আদালতের কাছে এক মাসের সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।