ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
চট্টগ্রামে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ  ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে নীট টেক্স সিটিজি নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় আগ্রাবাদ ফায়ার স্টেশনের গাড়ি। তবে এর আগেই আগুন নেভানো হয়।

এসময় দুইজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টাফ অফিসার জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, ওই পোশাক কারখানায় দুপুরে বয়লার বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় দুইজন আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কারখানায় প্রায় ৬শ জন শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।