ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসি: পুনঃনিরীক্ষণের আবেদন ৮ হাজার শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
এসএসসি: পুনঃনিরীক্ষণের আবেদন ৮ হাজার শিক্ষার্থীর ...

চট্টগ্রাম: ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে আবেদন করেছেন ৭ হাজার ৮২৩ জন শিক্ষার্থী।  

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

জানা গেছে, পদার্থ বিজ্ঞানে ৮৫২ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২ হাজার ২০৬ জন, রসায়নে ৫১৬ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৬৮৪ জন, উচ্চতর গণিতে ২৬৭ জন, জীববিজ্ঞানে ১৯৭ জন, পৌরনীতিতে ২৬৫ জন, অর্থনীতিতে ২৩ জন, হিসাববিজ্ঞানে ২ হাজার ১৫৬ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১৭২ জন, ব্যবসায় উদ্যোগে ৪৮৫ জন শিক্ষার্থীসহ মোট ৭ হাজার ৮২৩ জন পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।