ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উইম্যান চেম্বারের সিএমএসএমই ট্রেড ফেয়ার শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
উইম্যান চেম্বারের সিএমএসএমই ট্রেড ফেয়ার শুরু শুক্রবার ...

চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারি) শুরু হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ার ২০২২। মেলায় ছোট-বড় প্রায় ২০০ স্টল এবং ৪ টি প্যাভেলিয়ন থাকবে।

 


নগরের টাইগারপাস-আমবাগান এলাকার শহীদ শাহজাহান মাঠে এ মেলা বসছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান। অতিথি থাকবেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদের ইছামতি হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সিডব্লিউসিসিআই নেতৃবৃন্দ।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলার চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী।  

সিডব্লিউসিসিআইর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআইর পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।