ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস থেকে ইয়াবাসহ দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বাস থেকে ইয়াবাসহ দুই নারী আটক ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব।  

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও রামু চা বাগান এলাকার নিমাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, মাদক বিক্রেতারা একটি বাসযোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার খবর পেয়ে বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বড় দারোগারহাট এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। একটি যাত্রীবাহী বাসে যাত্রীদের দেহ তল্লাশি করার সময় দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃতদের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা অন্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।  

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।