ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ১৮ ইউপিতে নৌকা, ৫টিতে স্বতন্ত্র জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
চট্টগ্রামের ১৮ ইউপিতে নৌকা, ৫টিতে স্বতন্ত্র জয়ী ...

চট্টগ্রাম: পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ২৪ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ ১৮টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এছাড়া আনোয়ারার একটি ইউনিয়নে আইনি জটিলতায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বুধবার (৫ জানুয়ারি) ভোট গণনা শেষে ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন।  

ফলাফলে আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

জয়ী প্রার্থীরা হলেন: বারশত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কলিম উদ্দিন। এছাড়া রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী আমিন শরীফ নির্বাচিত হয়েছেন।  

এ উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন: বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। এ উপজেলার বটতলী ইউপিতে আইনি জটিলতায় চেয়ারম্যান নির্বাচন স্থগিত হয়।

অন্যদিকে চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন: ধোপাছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুল আলিম, হাশিমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী খোরশেদ বিন ইছহাক, বৈলতলি ইউনিয়নে নৌকার প্রার্থী এস এম সায়েম, কাঞ্চননগর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর, বরমা ইউনিয়নে ঘোড়া প্রতীকে খোরশেদ আলম টিটু এবং বরকল ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুর রহিম। এছাড়া এ উপজেলার জোয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন আহম্মদ চৌধুরী রোকন নির্বাচিত হয়েছেন।

বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন: আহলা করলডেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হামিদুল হক, আমুচিয়ায় আওয়ামী লীগের প্রার্থী কাজল দে, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউনয়নে আওয়ামী লীগের প্রার্থী সামশুল আলম, শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল মান্নান, সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস এম জসিম উদ্দিন।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ভোট গণনা শেষে বেসকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আশা করছি, গত চার বারের মতো এবারও নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে প্রার্থী ও সমর্থকরা বিরত থাকবেন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।