ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘন কুয়াশা: শাহ আমানতে অপেক্ষমাণ যাত্রীরা উদ্বেগে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ঘন কুয়াশা: শাহ আমানতে অপেক্ষমাণ যাত্রীরা উদ্বেগে ...

চট্টগ্রাম: কারও মিটিং। কারও জরুরি কাজ।

কারও অনুষ্ঠানের অতিথি আসবেন ঢাকা থেকে। কিন্তু কুয়াশার কারণে শিডিউল ফ্লাইট দেরিতে আসছে।
তাই উদ্বেগে অপেক্ষমাণ যাত্রী ও স্বজনরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত ঢাকা থেকে কোনও অভ্যন্তরীণ ফ্লাইট আসেনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে ভিজিবিলিটি ভালো হওয়ার পর প্রথমে মাস্কাট ও দুবাই থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলানিউজকে জানান, ভিজিবিলিটি ভালো হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইটগুলো সোয়া ৯টার দিকে অবতরণ করেছে। তবে ঢাকার ভিজিবিলিটি খারাপ থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট ডিলে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।