ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর বাঁধে আটকা পড়েছে অয়েল ট্যাংকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
কর্ণফুলীর বাঁধে আটকা পড়েছে অয়েল ট্যাংকার ...

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলের পাথরের বাঁধে আটকা পড়েছে ‘ওটি ফজিলত’। ট্যাংকারটিতে যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে তেল লোড করা হয়েছিল।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে ট্যাংকারটি আটকা পড়ে।

সূত্র জানায়, তেল লোড করে ডলফিন জেটি এলাকা ছেড়ে যাওয়ার সময় ট্যাংকার বন্দর চ্যানেলের বাম পাশে পাথরের বাঁধে আটকা পড়ে।

এ সময় ট্যাংকার একপাশে কাত হয়ে যায়।

বন্দরের একজন কর্মকর্তা জানান, জোয়ারের পানি বাড়লে দুপুরে ট্যাংকারটি নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।