ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মির্জাখালে ভেসে উঠলো নিখোঁজ কামালের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
মির্জাখালে ভেসে উঠলো নিখোঁজ কামালের মরদেহ  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নালায় তলিয়ে যাওয়ার ৩ দিন পর ১০ বছরের শিশু কামালের মরদেহ মির্জাখালে ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের পেছনে মির্জা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক বাবু মিয়া।

গত সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে ষোলশহরে ময়লা ভর্তি নালায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয় ১০ বছর বয়সী শিশু মো. কামাল।

খবর পেয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

এদিকে মরদেহ শনাক্ত করতে কামালের বাবা আলী কাউসারকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। তিনি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং বিলাপ করতে থাকেন। মরদেহ চমেক মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভবঘুরে আলী কাউসারের ছেলে কামাল ষোলশহর রেলস্টেশন এলাকায় থাকতো। কামালের বন্ধু রাকিব জানিয়েছে, সোমবার বিকেল ৪টার দিকে তারা বোতল কুড়াতে ওই নালায় নেমেছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিলো। স্রোতের টানে কামাল তলিয়ে যায়। তবে রাকিব উঠে আসতে সক্ষম হয়। সন্ধ্যার পর কামালের বাবাকে দেখে সে এ ঘটনা জানায়। এরপর আলী কাউসার  নালায় খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, মির্জাখালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। শনাক্ত করতে কামালের বাবাকে ডেকে আনা হয়। তিনি সন্তানের মরদেহ শনাক্ত করেছেন। এরপর মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad