চট্টগ্রাম: নগরের আতুরার ডিপো এলাকায় ৪টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমদিকে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
ক্ষতিগ্রস্ত এক গুদাম মালিক মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, এই গুদামে শীতকালীন পোশাক এনে রাখা হয়। শীত মৌসুমকে কেন্দ্র করে ২৯ লাখ টাকার কাপড় সংগ্রহ করে রাখা হয়। কিন্তু গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমআর/এসি/টিসি