ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এবার ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
এবার ড্রেনে পড়ে নিখোঁজ ১০ বছরের শিশু

চট্টগ্রাম: নগরের ষোলশহরে ড্রেনে পড়ে এবার মো. কামাল নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।  

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে এঘটনা ঘটে।

খবর পাওয়ার পর মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজের সন্ধানে অভিযানে নামে ফায়ার সার্ভিস।

এর আগে গত  ২৭  সেপ্টেম্বর  সেহেরীন মাহবুব সাদিয়া নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগ্রাবাদের মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয়।

পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে ড্রেনে পড়ে ছালেহ আহমেদ (৫০) নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়।

সোমবার নিখোঁজ হওয়া শিশু কামাল ষোলশহর সংলগ্ন বস্তিতে থাকেন। তার বাবার নাম আলী কাউছার।  

জানা গেছে, গতকাল তার একবন্ধু সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ড্রেনে পড়ে যায়। তার বন্ধু উঠতে পারলেও ড্রেনে প্রচন্ড স্রোত থাকায় কামাল আর উঠতে পারেনি।

শিশুটি নিখোঁজের ব্যাপারে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহাকারী পরিচালক ফরিদ আহমদ বাংলানিউজকে বলেন, গতকাল নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আজ বিকেলে। খবর পেয়ে আমরা অভিযান শুরু করেছি। আমাদের ডুবুরী দল কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।