ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সহপাঠী নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সহপাঠী নিহতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি  দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শারতাজ শাহীনের সহপাঠীরা

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে বাস, সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত এইচএসসি পরীক্ষার্থী শারতাজ শাহীন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

তারা রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। এইচএসসি পরীক্ষা শেষ করে তারা আন্দোলনে নামেন।
 

রোববার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের ওয়ারলেস মোড়ে পাহাড়তলী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলক্রসিং এলাকায় বিক্ষোভ করেন।  

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠী আজ কবরে। আমাদের সঙ্গে পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমরা সহপাঠী হত্যার বিচার চাই। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। সারতাজ মরেছে, কাল যে আমি মারা যাব না তার নিশ্চয়তা নেই। আইনশৃঙ্খলা বাহিনী ঘাতক বাসচালক ও গেটম্যানকে খুঁজে বের করতে পারেনি। এইচএসসি পরীক্ষা শেষ করে আমরা আন্দোলনে নেমেছি।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।