ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় ১ জনের বিরুদ্ধে মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ট্রেন-বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় ১ জনের বিরুদ্ধে মামলা  ফাইল ছবি

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় মিনিবাস-সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষের ঘটনায় শুধু বাসচালকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ।  

শনিবার (৪ ডিসেম্বর) রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন।  

তিনি বলেন, বাস, সিএনজি ও ডেমু ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দয়ের করেছে।

মামলায় বাসচালককে আসামি করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ ডিসেম্বর) নগরের ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে বাস- ডেমু ট্রেন ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত হন তিনজন। আহত হয় আরও ৬ জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এ ছাড়াও ৫ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। দুর্ঘটনার পর থেকে গেটম্যান আলমগীর ভূঁইয়া, বাসচালক ও হেলপারের খোঁজ মিলছে না।

>> ঝাউতলায় ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১০ 

বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।