ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি: বদিউল আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি: বদিউল আলম ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, লালখান বাজার জায়গাটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক ঘটনার সাক্ষী। এ অঞ্চলটি বাংলাদেশ আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি।

আবার এখানে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা ঘাপটি মেরে আছে। এদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড গ ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জাতির জন্য একটি অশনি সংকেত। এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বার বার ফনা তুলছে। ছোবল তোলার আগেই এদেরকে রুখতে হবে। যারা নগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ডসমূহের তৃণমূল স্তরের ইউনিট সম্মেলনে নেতৃত্বে আসবেন তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় বাস্তবায়ন করতে হবে।  সমস্যা হলে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। সব ধরনের আত্মঘাতী সংঘাত পরিহার করতে হবে।  

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নগর আওয়ামী লীগের ৫টি সাংগঠনিক ওয়ার্ডের যথাক্রমে- ১৪ নম্বর লালখান বাজার (গ ইউনিট), ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ক ইউনিট, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ক ইউনিট, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর (গ) ইউনিট, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড গ ইউনিটে সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কান্তি দে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, খুলশী থানার যুগ্ম আহ্বায়ক মোমিনুল হক।

উদ্বোধক ছিলেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। বক্তব্য দেন লালখান বাজার ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন হাজারী, আফছার উদ্দিন সেলিম, আশরাফুল আলম। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে নুরুল আলম বাবুল সভাপতি ও সমীর কান্তি দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় ১৪ নম্বর লালখান বাজার খ ইউনিটের সম্মেলন মতিঝর্ণা ইউসুফ স্কুলে , ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের খ ইউনিটের সম্মেলন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে , ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড খ ইউনিট আওয়ামী লীগের সম্মেলন দক্ষিণ হালিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়ার হাটে অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।