ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
সীতাকুণ্ডে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু  ফাইল ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করতে গিয়ে লোহার আঘাতে মো. মনির (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল দশটার দিকে সলিমপুর সাগর উপকূলে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মো. মনির।

পরে ইয়ার্ডের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শিপ ইয়ার্ডে লোহার আঘাতে মো. মনির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।