ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মুখরিত নেতা-কর্মীর মধ্যমণি শেখ ফজলে নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, নভেম্বর ২৯, ২০২১
মুখরিত নেতা-কর্মীর মধ্যমণি শেখ ফজলে নাঈম ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: উত্তর জেলা যুবলীগের বর্ধিত সভা শুরুর আগেই দুপুর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মিছিলে মিছিলে নেতা-কর্মীর ঢল নামে।  হাজারো যুবলীগ নেতাকর্মীদের মধ্যমণি হিসেবে উপস্থিত হন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগও।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলের চিত্র এটি।

 

গাড়ি থেকে নেমেই চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে মুখরিত নেতাকর্মীদের সান্ত্বনার বাণী শোনান।

তাদের উদ্দেশে শেখ ফজলে নাঈম বলেন, আপনারা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। চট্টগ্রাম এসে আমি অনেক আনন্দিত। কারণ এখানকার নেতা-কর্মীরা খুবই সুশৃঙ্খল। চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভা সফল করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।  

তিনি বলেন, যুবলীগে ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদরাই স্থান পাবে। যোগ্যরাই দলে আসবে। তারাই দলকে নেতৃত্ব দেবে। রাজপথ আমাদের। আপনাদের সঙ্গে রাজপথেই দেখা হবে।  

এর পর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভায় যোগ দেন তিনি।

এর আগে রোববার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) নগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।