ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির ভর্তি পরীক্ষায় ফেল করেও বিষয় নির্বাচনের সুযোগ!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, নভেম্বর ২৯, ২০২১
চবির ভর্তি পরীক্ষায় ফেল করেও বিষয় নির্বাচনের সুযোগ! ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের বি-ইউনিটের ভর্তি পরীক্ষার্থী দিপক কুমার রয়। তিনি বি-ইউনিটে ফেল করেও পেয়েছেন বিষয় নির্বাচনের (সাবজেক্ট চয়েস) সুযোগ।

 

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন তিনি।

দিপক কুমার রয় বাংলানিউজকে বলেন, আমি ডি-ইউনিটে পাস করেছি।

ডি-ইউনিটের বিষয় নির্বাচনের তালিকা দেখতে গিয়েছিলাম। সে সময় বি-ইউনিটে ফেইল করলেও চেক করে দেখলাম সেখানেও বিষয় নির্বাচনের সুযোগ রয়েছে। আমার বি-ইউনিটের রুল নম্বর ২১৪৭২২।

এছাড়া ‘রায় রয়’ নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন  এ-ইউনিটে ফেইল করেও তিনি পেয়েছেন বিষয় নির্বাচনের সুযোগ। মোহাম্মদ আব্দুল্লাহ নামের একজন বি-ইউনিটে ফেইল করে বিষয় নির্বাচনের সুযোগ পেয়েছেন।

এ বিষয়ে জানতে চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, আমি আইসিটি সেলের সঙ্গে কথা বলে বিষয়টি উনাদের জানাবো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এমএ/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।