ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে দুই কেন্দ্রে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
হাটহাজারীতে দুই কেন্দ্রে সংঘর্ষ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে একটি কেন্দ্রে গুলি ও আরেকটি কেন্দ্রে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় দুটি কেন্দ্রে।

রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দুটি কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান বাচ্চুর সমর্থকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।

হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জাবেদ।

স্থানীয়রা বিষয়টি জানালেও কোনওে মন্তব্য করতে রাজি হননি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ঝামেলার খবর শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে আসার পর কোনও কিছু দেখতে পাইনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।