ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অর্থনীতি স্থিতিশীল করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অর্থনীতি স্থিতিশীল করবে মেলার উদ্বোধন করেন অতিথিরা

চট্টগ্রাম: ব্যবসা-বাণিজ্যের সব ক্ষেত্রে নরীর অংশগ্রহণ দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরর প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা।

শুক্রবার (২৬ নভেম্বর) ইউসি ইভেন্টসের উদ্যোগে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ২ দিনব্যাপী ওয়েডিং-শো’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য প্রতিষ্ঠান ইউসি ইভেন্টসের কর্ণধার তামান্না আহমেদ একজন নারী উদ্যোক্তা। এর অর্থ হচ্ছে নারীরা এখন শুধু বুটিকস আর বিউটি পার্লারে সীমাবদ্ধ নেই।

ইভেন্ট ম্যানেজম্যন্টেও তারা অনেক অগ্রগামী। আশা করি এ মেলা সফলভাবে শেষ হবে এবং সব অংশগ্রহণকারী তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান মেলার সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসি ইভেন্টসের স্বত্বাধিকারী তামান্না আহমেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। শনিবার (২৭ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।