ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাসানচর গেলো ৩৭৯ জন রোহিঙ্গা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, নভেম্বর ২৫, ২০২১
ভাসানচর গেলো ৩৭৯ জন রোহিঙ্গা  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: আট মাস পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গা শরণার্থীকে পাঠানো হয়েছে ভাসানচরে। এদের মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৯ জন  শিশু রয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেন, ভাসানচর নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছিল।

জাতিসংঘ, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা যাওয়ার পর রোহিঙ্গাদের মধ্যেও আস্থা ফিরেছে। এখন ভাসানচরে যেতে অনেকে আগ্রহী।

এসময় প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে রাখার ব্যবস্থা আছে বলে জানান তিনি।

এর আগে বুধবার উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আনা হয়।  

গত বছরের ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে প্রথমবার ভাসানচরে নিয়ে যাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।