ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শৃঙ্খলায় দলের ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী হবে: ইফতেখার সাইমুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
শৃঙ্খলায় দলের ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী হবে: ইফতেখার সাইমুল বক্তব্য দেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়েই একটি নব অধ্যায় সূচিত হলো। নতুন পুরাতন মিলে এ ইউনিটগুলো আগামী নেতৃত্বকে অবশ্যই সুসংহত করবে।

রোববার (২১ নভেম্বর) বিকেলে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে খ ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমাদের মধ্যে অভিযোগ বা মতভিন্নতা থাকতে পারে।

সবচেয়ে বড় কর্তব্য হলো শৃঙ্খলা সুরক্ষা করা। শৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় এবং শক্তিশালী হবে। ঘরে বসে নয়, উন্মুক্ত স্থানে আমন্ত্রিত কাউন্সিলরদের উপস্থিতিতে যে সম্মেলন অনুষ্ঠিত হলো তা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।  

খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুর আলম নুরুর সভাপতিত্বে আবদুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আবদুল লোকমান কুতুবী ও মো. এয়াকুব। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে খ ইউনিটে সভাপতি ওয়াহিদুল আলম বাবু, সাধারণ সম্পাদক মো: ইকবাল নির্বাচিত হন।  সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে গ ইউনিট বায়েজিদ বোস্তামি মাজার গেটের পাশে জামান হোটেল, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের গ ইউনিট বিকেল ৩টায় অর্কিড কমিউনিটি সেন্টারের পাশে খালাসি পুকুর পাড়, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে গ ইউনিটের আতুরার ডিপো তাহের মেমোরিয়াল স্কুলে বিকেল ৩টায়, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের গ ইউনিটের আসকার দীঘির পাড়ের দোস্ত কলোনি মসজিদের পাশের ভবনে সন্ধ্যা ৬টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সম্মেলনে নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।