ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোরিয়া থেকে বন্দরে এলো রেলের ১০ ইঞ্জিন  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কোরিয়া থেকে বন্দরে এলো রেলের ১০ ইঞ্জিন   চট্টগ্রাম বন্দরে আসা রেলের নতুন ইঞ্জিন

চট্টগ্রাম: দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের কাছ থেকে ১০টি ইঞ্জিন এনে সমালোচনার মুখে পড়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আমদানি করেই ১ বছর ফেলে রেখেছিল ইঞ্জিনগুলো।

ইতোমধ্যে সেখান থেকে ৩টি ইঞ্জিন অকেজো হয়ে গেছে। আরও ১০টি নতুন ইঞ্জিন (লোকোমোটিভ) চট্টগ্রাম বন্দরে এসেছে।
ইঞ্জিনগুলো খালাস করে পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ শপে রাখা হবে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় নতুন ১০টি ইঞ্জিন আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইঞ্জিন ক্রয় প্রকল্পের ম্যানেজার ও বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (প্রকল্প) মো. হাসান মুনসুর।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের ১০টি ইঞ্জিন দেশে এসেছে। ইঞ্জিনগুলো বন্দর থেকে খালাস করার কাজ চলছে। খালাস করে ইঞ্জিনগুলো পাহাড়তলী ডিজেল শপে নিয়ে যাওয়া হবে। এরপর ইঞ্জিনগুলোর টেস্ট ট্রায়াল দেওয়া হবে। টেস্ট ট্রায়ালের ১৫-২০ দিন পর ইঞ্জিনগুলো রেলে যুক্ত করা হবে। ইঞ্জিনগুলো ৩ হাজার সিরিয়ালের।  

কোরিয়া থেকে মোট ২০টি ইঞ্জিন আনার চুক্তি ছিল। এর মধ্যে আগেই ১০টি ইঞ্জিন এসেছে। বাকি ১০টি ইঞ্জিন এসেছে এ চালানে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।