ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাবার খুনে অভিযুক্ত ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বাবার খুনে অভিযুক্ত ছেলে গ্রেফতার প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা সেবক কলোনির ১ নম্বর ভবনে বালাম দাশ হত্যা মামলার অভিযুক্ত ছেলে নয়ন দাশকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ছেলে নয়ন দাশ চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক (সুইপার) হিসেবে কর্মরত।  

আদালত সূত্রে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে পারিবারিক বিরোধ নিয়ে বালাম দাশের সঙ্গে তার ছেলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে ছেলে বালাম দাশকে ধাক্কা দিলে তিনি সোফার হাতলে পড়েন এবং ঘাড়ে ও মাথায় জখম হয়। তখন বালাম দাশ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।  

ওসি জানান, বালাম দাশ হত্যা মামলায় অভিযুক্ত ছেলে নয়ন দাশকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।