ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বস্তিতে চলছে টিকাদান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
চট্টগ্রামে বস্তিতে চলছে টিকাদান ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের ঝাউতলা ছিন্নমূল বস্তিতে রেজিস্ট্রেশন ছাড়া টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) দুপুর ২ টা থেকে শুরু হয় এ কার্যক্রম, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এইদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এছাড়া  সব মিলিয়ে ৩ দিনে প্রায় ২ হাজার জনকে টিকার আওতায় আনা হবে।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বাংলানিউজকে বলেন, টিকাদান কার্যক্রম শুরু করেছি৷ মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ কার্যক্রমে সহায়তা করছেন। আশা করছি সুষ্ঠুভাবে টিকাদান শেষ করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।